Thursday 25 February 2016

মেইকআপের সহজ কৌশল

শুধু নিজেকে সাজালেই চলবে না, সাজসজ্জ্বা সুন্দর করতে এবং তা ভালোভাবে ফুটিয়ে তুলতে বেশ কিছু পন্থা জানা থাকা দরকার।

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটের প্র্রতিবেদন অবলম্বনে এমনই কিছু কৌশল উল্লেখ করা হল।

1. লিপস্টিক সারাদিন স্থায়ী রাখতে লিপস্টিক লাগানোর পর ঠোঁটের উপর একটি টিস্যু ধরে তার উপর একটি ব্রাশের সাহায্যে ট্রান্সলুসেন্ট পাউডার বুলিয়ে নিলে লিপস্টিক ম্যাট থাকবে এবং অনেক সময় স্থায়ী থাকবে।

2. প্রথম কোট মাস্কারা লাগানোর পর তা শুকিয়ে গেলে চোখের পাপড়িতে হালকা করে বেবি পাউডার ছড়িয়ে নিতে হবে। এরপর দ্বিতীয় কোট মাস্কারা লাগাতে হবে। এতে চোখের পাপড়ি আরও ঘন দেখাবে।

3. লাল লিপস্টিক দিলেও ঠোঁট দেখতে পাতলা লাগতে পারে। এক্ষেত্রে ঠোঁটের ঠিক মাঝামাঝি রূপালি বা নীল আইশ্যাডোর ‍গুঁড়া বুলিয়ে নিতে হবে। ঠোঁটের মাঝে এই রংয়ের আইশ্যাডো দিলে তা আলো প্রতিফলিত করবে আর এতে ঠোঁট দেখতে ফোলা লাগবে।

4. আইশ্যাডো দেওয়ার আগে চোখের পাতায় প্রাইমার লাগিয়ে এরপর পুরো পাতায় সাদা কাজল লাগিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিতে হবে। এর উপর আইশ্যাডো লাগালে তা দীর্ঘক্ষণ একই রকম থাকবে এবং রংগুলোও ফুটবে ভালোভাবে।

5. কাজলের রং হালকা মনে হলে একটি লাইটারের সামনে কাজল নিয়ে কয়েক সেকেন্ড গরম করতে হবে। এতে কাজল ভালোভাবে বসবে এবং রংও গাঢ় হবে।