Tuesday 2 April 2013

তিন ‘ব্লগার’ গ্রেপ্তার

ইন্টারনেটে ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে রাজধানীতে তিন ‘ব্লগারকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, সোমবার রাতে রাজধানীর ইন্দিরা রোড, পলাশি ও মনিপুরি পাড়া এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।
এরা হলেন- সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ।
তাদের ল্যাপটপ ও কম্পিউটারও জব্দ করা হয়েছে বলে মাসুদুর রহমান জানান। 
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র শুভকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তার বন্ধু ও সহপাঠীরা।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
শাহবাগের পরিদর্শক (তদন্ত) এম এ জলিল জানান, শুভর বন্ধু, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্বজিত সোমবার রাতে এই সাধারণ ডায়েরি করেন।
শুভর সহপাঠী আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে জগন্নাথ হলের গেট থেকে একটি সাদা মাইক্রোবাসে করে শুভকে তুলে নিয়ে যাওয়া হয়।
শুভর এক রুমমেটের বরাত দিয়ে রহিম জানান, “ফোন করে শুভকে হলের গেটে ডেকে নেয়া হয়। গেটে গেলে দুজন লোক তার সঙ্গে কথা বলে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।”
ওই মাইক্রোবাসের পিছনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড লেখা থাকলেও কোনো লোগো ছিল না বলে রহিম জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, “কাউকে তুলে নিয়ে যাওয়া বা জিডির বিষয়ে আমার কিছু জানা নাই।
দুপুরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার তিনজনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ফেইসবুক ও ব্লগে ইসলাম ও হযরত মুহম্মদকে (সা.) নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যকারীদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৩ মার্চ একটি কমিটি করে সরকার। ফেইসবুক ও ব্লগে ‘আপত্তিকর’ মন্তব্য নিয়ে অভিযোগ জানাতে একটি ই-মেইল ঠিকানাও খুলেছে এই কমিটি।
বিটিআরসির তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এবং ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখের বেশি।

Monday 1 April 2013

এন্টার্কটিকার সাগর ছেয়ে যাচ্ছে বরফে

জলবায়ু পরিবর্তনের কারণে ভাসমান বরফে ছেয়ে যাচ্ছে এন্টার্কটিকার সাগর।ন্যাচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলে একথাই বলা হয়েছে।
আর্কটির্কের বরফের স্তর নিচের দিক থেকে গলে গিয়ে বেরিয়ে আসছে অপেক্ষাকৃত শীতল পানি। কম ঘনত্বের এই শীতল পানি জমে থাকছে সাগরের উপরিভাগে।

শীত এবং শরৎ কালে উপরিভাগে জমে থাকা ওই পানি চটজলদি আবার পরিণত হচ্ছে বরফে।আর এভাবেই সামুদ্রিক বরফ বেড়ে যাওয়ার এ অদ্ভুত ঘটনা ঘটছে বলে ধারণা বিজ্ঞানীদের।

এন্টার্কটিকায় সাগরের বরফের এই বৃদ্ধি কম হলেও পরিসংখ্যানের দিক দিয়ে উল্লেখযোগ্য।বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে, ১৯৮৫ সাল থেকে এন্টার্কটিকা সাগরে বরফ বেড়েছে প্রতি দশকে প্রায় ১ দশমিক ৯ শতাংশ হারে।

অন্যদিকে, আর্কটিক অঞ্চলে গত কয়েক দশকে কমে গেছে সামুদ্রিক বরফ।

এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই ধারণা প্রকাশ করেছেন ‘রয়াল নেদারল্যান্ডস মেটেওরোলোজিক্যাল ইন্সটিটিউট’(কেএনএমআই)এর গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, দক্ষিণ গোলার্ধে শরৎ এবং শীতকালে সমুদ্রের বরফ বেড়েছে।সাগরের উপরিভাগে ভেসে থাকা সচ্ছ্ব, শীতল পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘটেছে বরফের এ বৃদ্ধি।আর এন্টার্কটিকার নিম্নস্তরের বরফের মাত্রাতিরিক্ত গলনেই ওই বরফ শীতল পানির উৎসারণ বলে অভিমত গবেষকদের।

হরতালের আগে ঢাকায় ৭ গাড়িতে আগুন

ইসলামী ছাত্রশিবির ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের আগের দিন রাজধানীতে অন্তত সাতটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুটি বাস, সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের একটি গাড়ি এবং চারটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়।
ইসলামী ছাত্রশিবির এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বিজিএমইএ ভবনের সামনে থাকা রাষ্ট্রায়াত্ত গ্যাস বিতরণকারী সংস্থা তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনে নিয়োজিত একটি বাসে আগুন দেয় হরতাল-সমর্থকরা।
অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদুজ্জামান তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পৌনে ৪টার দিকে কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে বাসটিতে আগুন দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত একটি দোতলা বাসে আগুন দেয়া হয়।
পুলিশের সহকারী কমিশনার ইমানুল হোসেন জানান,  বেলা সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ‘তরঙ্গ’ নামের বাসটিতে আগুন দেয়ার পর ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোতলা বাসটির প্রায় সব আসন পুড়ে গেছে বলে ইমানুল হোসেন জানান।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা-নেওয়ায় কাজে ব্যবহৃত বিআরটিসির বেশ কয়েকটি বাস বিশ্ববিদ্যালয় মাঠের পূর্ব পাশে দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা শিক্ষার্থীর ছদ্মবেশে এসে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।”
সন্ধ্যা সাড়ে ৭টায় কারওরান বাজারের ওয়াসা ভবনের সামনে একটি প্রাইভেটকারে এবং মোহাম্মদপুরের বাঁশবাড়িতে অন্য একটি প্রাইভেটকারে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।
স্থানীয় লোকজন এবং পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এক প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে তিনটি গাড়িতে আগুন দেয়া হয়।


এর মধ্যে সংবাদ সংগ্রহের কাজে থাকা এটিএন নিউজের একটি গড়িও রয়েছে। গাড়ির চালক মো. সোলায়মানকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পল্টন থানার ডিউটি অফিসার খোরশেদ আলম বলেন, “প্রতিবাদ সমাবেশে আসা কর্মীরা গাড়িতে আগুন দিয়ে ককটেল ফাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে।”
রোববার রাতে ‘অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা’ মোটরসাইকেলে করে এসে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে বিএনপির অভিযোগ।
ওই ঘটনার প্রতিবাদেই সোমবার সকালে নয়া পল্টনে কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে দলটি।
এর আগে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে শিবির।
হরতাল ডাকার পরপরই রোববার ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, খুলনা, বাগেরহাট, গাইবান্ধা ও জয়পুরহাটে ভাংচুর চালায় শিবিরকর্মীরা। রাজধানীতে আটটি গাড়িতে আগুন দেয়া হয়।

সুস্থ থাকুক হৃৎপিন্ড

হৃদয় আর হৃৎপিন্ড এক জিনিস নয়। বুকের ভেতর যে যন্ত্রটি আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন করে চলেছে সেটিই হৃৎপিণ্ড। আর হৃদয় আপনার চিত্ত। তাই হার্ট ডিজিজ বলতে শুধুমাত্র হৃৎপিন্ডের রোগকেই বোঝায় না। হৃদরোগের জন্য মানসিক স্বাস্থ্যও দায়ী। অতিরিক্ত মানসিক চাপ, উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসের ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় বহুগুণ।
হৃদরোগের কারণ ও প্রতিরোধের উপায় নিয়ে পরামর্শ দিয়েছেন গাজীপুরের আনসার ও ভিডিপি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ খালেদ হোসাইন।
চিকিৎসাবিজ্ঞানীদের দাবি- নারীদের তুলনায় পুরুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। মহিলাদের ঋতুস্রাব বন্ধ হওয়ার পর এবং পুরুষের বয়স চল্লিশ পেরোলে হৃদরোগের ঝুঁকি থাকে।
হৃদরোগ সাধারণত দুই ধরনের
১। জন্মগত হৃদরোগ
২। অন্যান্য উপসর্গজনিত হৃদরোগ
করানরি হৃদরোগ হওয়ার কারণ
করানরি হৃদরোগ বা হৃৎপিন্ডে রক্তসরবরাহকারী ধমনীর রোগ সম্পর্কে জানতে আগে জানা দরকার করানরি কী এবং কীভাবে এ রোগ তৈরি হয়। আমাদের বুকের মধ্যে দুই ফুসফুসের মাঝে হৃদপিন্ডের অবস্থান। হৃৎপিন্ড সারা দেহে রক্ত সঞ্চালনের কাজ করলেও মজার ব্যাপার হলো হৃৎপিন্ডের নিজের কোষগুলোকেও সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য দরকার পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি। হৃৎপিন্ডের গুরুত্বপূর্ণ এ কাজটি করে করানরি বা রক্তসরবরাহকারী ধমনী। এই ধমনীর সংকোচনের ফলে করানরি হৃদরোগ হয়। ক্রমাগত ভুল জীবনযাপনের ফলে হৃৎপিন্ডের ধমনীর ভেতরের দেয়ালে কোলেস্টরাল প্লাক বা হলুদ চর্বির স্তর জন্মে। এতে ধমনীর মাধ্যমে রক্তচলাচল কমে যাওয়ায় সারাদেহে অক্সিজেন ও পুষ্টি পৌঁছানোর প্রক্রিয়া ব্যাহত হয়। এ প্রক্রিয়াকে ইস্কিমিক হার্ট ডিজিজ বলে। ফলে বুকে ব্যথা অনুভূত হয়।
যখন দরকার আরও সচেতনতা
 * ডায়াবেটিস হলে
 * বংশে কারও হৃদরোগ থাকলে
 * ধূমপানের অভ্যাস
 * রক্তে কোলেস্টরাল বা চর্বিজাতীয় পদার্থের আধিক্য
 * অতিরিক্ত ওজন বা মেদ
 * শারীরিক পরিশ্রমের অভাব
 * উচ্চ রক্তচাপ
 * বাতজ্বর
কখন যাবেন ডাক্তারের কাছে
 - কিছুদূর হাঁটলে, ভারি কাজ করলে বা সিঁড়ি দিয়ে ওঠানামার করার ফলে বুকে ব্যথা অনুভূত হলে।
 - বুকে ব্যথা ও শ্বাসকষ্ট থাকলে।
 - অনেকদিন ধরে পিঠে ব্যথা থাকলে।
 - বারবার অজ্ঞান হয়ে পড়ে গেলে।
 - পায়ে পানি আসার কারণে পা ফুলে গেলে।
 - কোন কারণে তীব্র মানসিক চাপ থাকলেও এ ব্যথা অনুভূত হতে পারে। তখনও চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
 - ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে।
যা কিছু করণীয়
সুস্থতার জন্য দরকার সঠিক জীবনদৃষ্টি আর সচেতনতা। খাবার ও জীবনযাপনে সচেতন হলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
১. হৃদরোগের কারণগুলোর মধ্যে মানসিক চাপের প্রভাব লক্ষ্যণীয়। অত্যাধিক মানসিক চাপের প্রভাব পড়ে হৃদযন্ত্রে। এজন্য দরকার হাসিখুশি থাকা। মুখ ভার করে থাকার চেয়ে হাসিখুশি থাকলে হৃদপিন্ড সুস্থ থাকে।
২. হাঁটা সবচেয়ে ভালো ব্যায়াম। প্রতিদিন অন্ততপক্ষে ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন।  
৩. বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে। এক্ষেত্রে রাতে গুরুপাক খাবার একেবারেই নয়। ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সিগারেট, কোমলপানীয়/কোল্ডড্রিঙ্কস বা কার্বোহাইড্রেড যুক্ত পানীয়, ফাস্টফুড হৃদপিন্ডের জন্য ক্ষতিকর। ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম করুন। খালি হাতের ব্যায়াম সবচেয়ে ভালো।
৪. উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।