Monday 25 March 2013

আবার ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব

রোববার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৪২২। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া হাফিজের সংগ্রহে ৪০০ পয়েন্ট।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৩-২ ব্যবধানে জয় পাওয়া সিরিজ চোটের কারণে খেলতে পারেননি সাকিব। গত ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ডান পায়ের পেশিতে অস্ত্রোপচার করানোয় যেতে পারেননি শ্রীলঙ্কা সফরেও।

তবু সাকিবের শীর্ষস্থান ফিরে পাওয়ার কারণ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার শেষ হওয়া ওয়ানডে সিরিজে হাফিজের ‘ব্যর্থতা’। পাঁচ ম্যাচের সিরিজে ২৩.৬ গড়ে ১১৮ রান করেছেন হাফিজ, উইকেট নিয়েছেন মাত্র চারটি।

এ বছরের শুরুতে ভারত সফরে ভালো খেলার সুবাদে সাকিবকে পেছনে ফেলে ওয়ানডে অলরআউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন হাফিজ।